শিরোনাম
◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় দুই সিএনজির সংঘর্ষে একজন নিহত

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় দুইটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে সালাউদ্দিন (৪৫) নামের একজন নিহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় পিএবি সড়কের আনোয়ারা বারখাইন ইউনিয়নের শোলকাটা লাবিবা ক্লাবের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থানাদার বাড়ীর সোহাগ মিয়ার ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রি। পরিবারে তার বাবা-মা ছাড়াও স্ত্রী ও ১ মেয়ে ২ ছেলে রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে সালাউদ্দিন বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা করে কাজের জন্য শহরে যাচ্ছিলেন, তাদের সিএনজিটি শোলকাটা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সালঅউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিদুয়ান জানান, দূর্ঘটনায় আহত এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে এনেছিল কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি গাড়ি দুইটা আটকের চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়