শিরোনাম
◈ ভ্যাট ফাঁকি দিচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা : এনবিআর চেয়ারম্যান ◈ ও‌য়েস্ট ইন্ডিজের কা‌ছে হে‌রে গে‌লো বাংলাদেশ নারী দল ◈ এবার এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ◈ রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলেন হিরো আলম (ভিডিও) ◈ ভারতের সুপ্রিম কোর্ট স্থগিত করলেন সংশোধিত ওয়াক্ফ আইন ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত: টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন ◈ দুবাইয়ে স্বর্ণের দামে আগুন, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে ◈ বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ ◈ বাংলাদেশের সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বললেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব ◈ এনসিপি নির্বাচন কমিশন সংস্কারের আগে নিবন্ধন করবে না: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর দুমকীতে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ২

পটুয়াখালীর দুমকীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপরে পড়ে দুই জন আহত, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছ উপরে পড়ার খবর পাওয়া গেছে।  

সোমবার দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। 

জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে ঝড় শুরু হলে দুমকী বগা বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়। ঝড়ের তাণ্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রী সহ মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়।

এতে বাউফলগামি একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) আটকা পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়