সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মাতুব্বর প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।