তপু সরকার হারুনঃ- শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক তার কার্যালয়ে ওই আদেশ দেন। একই সাথে তাকে ২ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত ইমরান হাসান শ্রীবরদী উত্তরবাজার এলাকার মফিজল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংলগ্ন একটি
বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়। এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকাসহ মাদক সেবনের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন। একইদিন সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক দৈনিকযায়াযায়দিন কে জানান,
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।