শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

শ্রমিক দলের সেক্রেটারিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপি  সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমানকে (৫৬)  প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।  এ ঘটনায়  রোববার তিনি   বাদী হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযুক্ত করা হয়েছে  কাঁচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হানিফ হকে। 

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. মজিবুর রহমান (৫৬), (নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি ২ নং সাংগঠনিক সম্পাদক) এই মর্মে সাধারণ ডায়েরি করার আবেদন করিতেছি যে, বিবাদী ১। মো. হানিফ হক (৪৭)  গত ১১ এপ্রিল তরুণ দলের একটি প্রগ্রামে তিনি সেখানে শ্রমিক দল পরিচয় দেন কিন্তু উক্ত বিবাদী কাঁচপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহসভাপতি, তিনি ফেসবুক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেকে শ্রমিক দল পরিচয় দেয়। ফেসবুকে বিবাদীর পোস্ট দেখে আমার জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমাকে উক্ত বিষয়টি জানায়।

উক্ত বিষয়টি আমি তরুণ দলের সভাপতি পিএস তোফা কে জানাই যে, মো. হানিফ হক কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহসভাপতি জানানো পরে পিএস তোফা হাফিন হককে বিষয়টি জানান।

পরবর্তীতে মো. হানিফ হক গত ১২ এপ্রিল আনুমানিক দুপুর ১টা ৫৭ মিনিটে  উক্ত বিবাদী তাহার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও গুলি করে, কুপিয়ে হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদী বিভিন্ন লোক দিয়ে রাস্তা ঘাটে যেখানে পাবে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ইহা ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করিয়া রাখা হইল।

এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি রাখা একান্ত প্রয়োজন। সোনারগাঁও থানা পুলিশ জানায়, হুমকির ঘটনায় মজিবুর রহমান বাদী হয়ে একটি জিডি করেন।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়