শিরোনাম
◈ গণতন্ত্র শক্তিশালী করতে বিএনপির গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়: ড. আলী রীয়াজ ◈ জামায়াত আমির বললেন নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে  ◈ জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিট বিভ্রান্তিকর, সংস্কার নিয়ে বিএনপি সিরিয়াস: সালাহউদ্দিন আহমেদ ◈ ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস ◈ পুলিশ পরিদর্শক মামুন হত্যা : আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড ◈ বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করল ইইউ, কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয় ◈ সৌদি রাষ্ট্রদূত ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি: আদালতকে মেঘনা আলম ◈ আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বি‌সি‌সিআই, ই‌সি‌বি ও সিএ আ‌র্থিক সহায়তা দি‌বে ◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্রটি জমা দেন।

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত শেষে আজ রোববার রাতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে মৃত শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির বোনের স্বামী সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চার্জশিট আজই দাখিল করা হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, তাই আমি বিশ্বাস করি বিচার দ্রুত গতিতে এগোবে। আমি আশাবাদী।

আট বছর বয়সী শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৩ মার্চ মারা যায়।

গত ৮ মার্চ শিশুটির মায়ের দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়