শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ, গ্রেফতার-৪

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের কাছ থেকে একটি রাজনৈতিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় তার স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি গতকাল শনিবার রাতে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির কলাজুরা বাজারে ঘটে।

আজ রবিবার ১৩ এপ্রিল ২০২৫ ইং, দুপুরে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুমের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় এক‌টি মামলা দায়ের করে এবং ছিনিয়ে নেয়াদের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে খুঁজে পাওয়া যায়নি।

এ দিকে গতকাল রাতে এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল রিসিভ করে বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে অস্বীকার করে বলেন, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা মাসুম পালিয়েছেন।

জানা যায়, উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রবিবার দুপুরে বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুমের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় এক‌টি মামলা দায়ের করেন এবং ছিনিয়ে নেয়াদের সনাক্ত করে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়