শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে ২ ভাইকে হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ঈদের দিন দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় আত্মগোপনে থাকা পলাতক তিন আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র‍্যাব-১০ এর ফরিদপুর ইউনিটের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ভাগদী গ্রামের লাল মিয়ার ছেলে বাদল মিয়া(৪৫) ও সিফাত (২০)এবং আমীর আলীর ছেলে ওয়াহেদ আলী (৬০) আজ রবিবার সকালে এ তথ্য জানায় র‌্যাব ১১ নরসিংদী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। র‍্যাব ১১ নরসিংদী জানায়, ৩১ মার্চ ভোরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে চোর সন্দেহে একজনকে মারধর করে উক্ত আসামীরা । সন্ধ্যা ৭টার দিকে এর প্রতিবাদ জানাতে পাশের গ্রামের করতেতৈলের রাকিব, তার পিতা আশ্রাব উদ্দিন ও ছোট ভাই শাকিবসহ স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে এজাহারনামীয় আসামীসহ ১০/১২ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, হকস্টিক, লোহার রড, ছেনি, লোহার চেইন বল্লমসহ দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। 

হামলায় রাকিবের কোমরে বল্লমের আঘাতে এবং শাকিবকে ধারালো চাপাতি দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার শাকিবকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। হত্যা মামলা রুজু হওয়ার পর আসামীরা আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদেরকে পলাশ থানার অফিসার ইনচার্জের নিকট আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়