শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পোর্ট থানার পাশেই বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আইরিন হক, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানার পাশেই সাঈদ হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত দুই দিনের মধ্যে যেকোনো এক সময়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত একটি চোরচক্র বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর গতকাল বাড়ির মালিক মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে চোরদের শনাক্ত করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে লিখিত অভিযোগ না থাকায় চোরদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, "লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।"

এদিকে, থানার মাত্র ৫০ গজের মধ্যে একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, "চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই পাশের ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দর এলাকায় একাধিক বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় অপরাধ বেড়েই চলেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়