শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ৫ দিন নিখোঁজ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : রাতের আঁধারে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন  ঝিনাইদহের মহেশপুরের ওয়াসিম আলী(২৫) নামের এক যুবক ।তিনি গত শনিবার (৫ এপ্রিল) থেকে নিখোঁজ আছেন । এদিকে মহেশপুর  সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখা গেছে।এখবর শুনে ওই যুবকের পরিবারে চলছে শোকের আহাজারি।তার  পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম।

স্বজনরা জানায়, গত শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলীসহ আরও ৩ জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে ৩ জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত হয়। 

পরিবারের দাবি যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে  কোনো কথা বলতে রাজি হয়নি খালিশপুর ৫৮ বিজিবির কোনো কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়