শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম। তিনি শহরের খুটামারা এলাকার বাসিন্দা। লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন ও সাবেক সদস্য রনি ইসলাম। তারা শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

এদের মধ্যে আটক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস ছিলেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাংচুর মামলাও রয়েছে।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, 'নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিলেন। তাই জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়