শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭২বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ তারা মিয়া (৭২বছরের) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হাত পা ভেঙে দিলেন প্রতিবেশী এক যুবক। এই ঘটনায় তারা মিয়ার মেয়ে হেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (১১এপ্রিল) দিনগত রাতে তোফাজ্জলকে আসামী করে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকাল বেলা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে এমন ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত হলেন, উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন। আহত মোঃ তারা মিয়া একই ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বৃহস্পতি বার বিকালে তোফাজ্জলের ছোট ছেলে একটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ তারা মিয়ার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তারা মিয়া ও তোফাজ্জলের ছেলে পড়ে যায়। পরে ছেলেটা ধমক ও রাগ করেন। এই কথা ছেলেটি বাবা তোফাজ্জলের কাছে গিয়ে বলে আমাকে মারধর করেছে। এই কথা শুনে লোহার রড নিয়ে দেৌড়িয়ে গিয়ে তারা মিয়ার বাড়ীতে গিয়ে তাকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে আহত করেন। এই সময় তারা মিয়ার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসলে তোফাজ্জল দৌড়িয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ধামরাই সরকারী  হাসপাতালে ভর্তি করেন।

তারা মিয়ার মেয়ে হেনা বেগম বলেন, আমার বাবা বাড়ীতে একা থাকে।  আমার মা মারা গেছে। আমার একটি মাত্র ভাই বিদেশে থাকে। সেই সুযোগে আমার বাবাকে একা পেয়ে তোফাজ্জল আমার বাবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। আমি আইনের কাছে এর সুষ্ট বিচার চায়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭২বছরের বৃব্দকে পিটিয়ে আহত করে হাস পাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং  আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়