নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপনকে শুক্রবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা আব্দুস ছবুরের পুত্র ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক।
দ্রুত বিচার আইনে থানায় দায়েরি একটি মামলার এজাহার ভুক্ত আসামি তাজামুল হক রিপন। এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।