শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) তাদের বিয়ে হয় কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। ঘটনাটি ঘটেছে সিলেটে।

ব্যতিক্রম এই বিয়েটি পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার।

 বিয়ের কাজি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলকে নানাভাবে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু শিমুল নানা অজুহাতে বিয়ে না করে এক পর্যায়ে পালিয়ে যান।
 
এমন চাঞ্চল্যকর ঘটনায় কনের বাবা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

 এদিকে কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন।
 
পরে উচ্চ আদালতের নির্দেশে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকদের উপস্থিতিতে বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে ৫ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিয়ে চলাকালীন সময়ে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়