শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়কের ঢালাই মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, পিচ ও গ্রীণ ওয়েল মিক্সার মেশিনের প্লান্ট বিষ্ফোরণের ঘটনের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় তীব্র ধোয়ার কুন্ডলী সৃষ্টি হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে যায়। বিস্ফোরণে প্লান্টের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মিক্সারের কাজ চলমান অবস্থায় হঠাৎ করেই প্লান্টে বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণে আগুন ও ধোয়া চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশে থাকা দোকানে ব্যবসায়ীরা ছুটাছুটি শুরু করে। 

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দগ্ধ দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বাইপাস সড়কের ব্রাক্ষ্মনকান্দা এলাকায় একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে আসছিল। সেখানে পাথর, পিচ ও গ্রীন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করে থাকে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করেই মিক্সারের কাজের সময় প্লান্টে বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে কর্মরত শ্রমিক আলামিন (৩৫) ও মোকসেদ (৪০) আগুনে দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে এবং অপর আহত মোকসেদের বাড়ী একই উপজেলার বকুলনগর গ্রামে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ওই প্লান্টের রোলিং বা মিক্সার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রীণ ওয়েলে থাকায় আগুনে ধোয়ার তীব্রতা বেড়ে যায়। গ্রিন ওয়েলে দাহ্য বা তীব্রতা বেশি হয়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানকার মালামালও পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়