শিরোনাম
◈ ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর ◈ কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির ◈ দেশে প্রথমবার অভ্যন্তরীণ রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু, রপ্তানিতে আসবে গতি ◈ 'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ◈ কৃ‌ষি গু‌চ্ছের বিশ্ব‌বিদ‌্যালয় ও বিষয় পছ‌ন্দের আবেদন শুরু ◈ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পক্ষে ভারতের যুক্তি: ‘আগে বাংলাদেশ কী করেছে, সেটাও দেখতে হবে’ ◈ কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মডেল মেঘনা: চার্জশিটে অভিযোগ ◈ মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক ◈ দীর্ঘ বিরতির পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, শিক্ষা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতার অঙ্গীকার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক চাপায় নারীর মৃত্যু

আইরিন হক,বেনাপোল(যশোর): : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাক চাপায়  তানিয়া খাতুন(৩১)  নামে মটরসাইকেল আরোহী এক নারী নিহত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা মহাসড়কের ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে এ দূর্ঘটনায় জীবন হারান তিনি। নিহত তানিয়া শার্শা উপজেলার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানিয়া খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী সেলিম হোসেনও  আহত হয়েছেন।

নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক(ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে  শার্শা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।  নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান তিনি। গতি নিয়ন্ত্রন করতে প্রতিনিয়ত পথচারীদের সচেতন করা হচ্ছে জানান তিনি।

এদিকে যশোর-বেনাপোল মহাসড়কে দ্রুতগতী নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের সন্তোষজনক ভুমিকা না থাকায় প্রাইয় সড়ক দূর্ঘটনায় জীবন হারাচ্ছে মানুষ।  গত এক সপ্তাহে এই মহাসড়কটিতে যানবাহনের চাপায় ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে মহাসড়কে অবাধ নসিমন,করিমন ও ইঞ্জিন চালিত ভ্যান চলাচলের সংকীর্ন মহাসড়কে দূর্ঘটনার বড় কারন হলেও তা বন্ধ হচ্ছেনা। অভিযোগ রয়েছে  অবৈধ যানবাহন থেকে নিয়মিত পুলিশের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়