এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মাইন হোসেন (২৮) নামের সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের রোস্তম আলীর ছেলে।
বুধবার ( ৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জনা যায়, সেনাবাহিনীর সদস্য মাইন হোসেন ঘাটাইল সেনা নিবাস হতে র্যাব হেড কোয়াটারে পোষ্টিংয়ে ছিলেন। গত ৮ এপ্রিল ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার দুপুর সোয়া ১ টায় আদমদীঘির কালাইকুড়ি গ্রামে নিজ বাড়ির পাশে একটি পুকুরে পানি সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতস্পর্শে ঘটনা স্থলেই তিনি মারা যান। তার ছুটির মেয়াদ ছিল ২২ এপ্রিল পর্যন্ত।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।