শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে, শিক্ষা প্রতিষ্টানে হামলা!

হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার : প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করে ওই শিক্ষা প্রতিষ্টানের গেইট ও ভবনে হামলা চালায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে। এর আগে সকালে এসএসসির পরীক্ষা অংশ নিতে শিক্ষার্থীরা সব প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়। পরে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে প্রবেশপত্রের জন্য গেলে প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেননি। তখন কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।

পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানালে স্থানীয়রা এসে সেখানে বিক্ষোভ করেন। বিদ্যালয়ে হামলা হলে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বোর্ডকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়