শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের শিশুকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ, অতঃপর...

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মো. আহসানুল কবির নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশু ও অভিযুক্ত দুজনই ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওই শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তি একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে যায়। পরে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বের হয়ে নিচ তলায় তার খালার বাসায় গিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত কবিরকে রাতে বাসায় আটক রেখে মারধরে এবং পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়