শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাঁচ সন্তানের জনকের বিরুদ্ধে মামলা

সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের ঘটনায় মুকুল শেখ (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ধর্ষণের ঘটনায় এক পর্যায়ে ওই শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে বলে জানা যায়। 

গতকাল বুধবার (৯ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী কিতাবদী শেখের ছেলে মুকুল শেখ (৪৮)। মুকুল শেখ পাঁচ সন্তানের জনক। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মুকুলকে মেয়েকে উত্যাক্ত করতে নিষেধ করলে মুকুল শিশুটির বাবাকে হুমকি-ধমকি দেয়। এর জের ধরে চলতি বছরের গত ১২ জানুয়ারি বিকেলে শিশুটি বসতবাড়ির পাশের সরিষার ক্ষেতে শাক তুলতে গেলে মুকুল শেখ জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মার্চ তাকে মোল্লা ডা. এ হালিম হাসপাতালের চিকিৎসক শোভন সাহাকে দেখানো হয়। সেখানে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিক্ষার্থী দুই মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী জানায় মুকুল শেখ জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মুকুল শেখকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে (মুকুল) ধর্ষণের কথা অস্বীকার করে এবং মামলা-মোকদ্দমা করলে শিশুটির বাবাকে খুন-জখমের হুমকি দেয়। গত ৮ এপ্রিল অন্ত:সত্ত্বা শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া দেন। এ ঘটনায় কোন উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৪। 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবার নিকট থেকে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামের মুরব্বিরা এলাকায় বসে মিমাংসা করার পক্ষে মতামত দিয়েছেন। তবে ভুক্তভোগীরা যেহেতু মামলা করেছেন আইন অনুযায়ী যা হয় সেটাই হবে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রেকর্ড করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়