শিরোনাম
◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ নালায় পড়ে ভেসে যাওয়া শিশু ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ ◈ হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান! ◈ বাংলাদেশে শিক্ষকদের অপমান ও জবরদস্তিমূলক পদত্যাগ: শিক্ষা ব্যবস্থায় অশনি সংকেত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে ‘কান ছিঁড়ে’ ফেলার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ভিক্ষুক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সংবাদ পেয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। আটক সোহেল মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমান এর বাড়িতে আসেন। এসময় ভিক্ষুক সোহেল এর কাছে ভিক্ষা চাইলে সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের উপড় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। 

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ীর মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ সোহেলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়