শিরোনাম
◈ ‘কাফির’-এ ধর্ষণের দৃশ্যের পর বমি করেছিলেন দিয়া মির্জা, জানালেন মানসিক ধাক্কার কথা ◈ ড. ইউনূস নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন ◈ ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকার জরিমানা ◈ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ? ◈ ছয় দফা দাবিতে বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে বিদায় ক‌রে  চ্যাম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে আর্সেনাল ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই, সুপার ওভারে স্টার্কতো‌পে রাজস্থান‌কে হারা‌লো দিল্লি ক্যাপিটালস  ◈ মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক: বিএনপি ও জামায়াত জোর দিয়েছে নির্বাচনে, এনসিপি চায় সংস্কার ◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে?

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর গ্রামের সরকার পাড়ায়।

এলাকাবাসী জানান, প্রায় ১০ বছর আগে সোয়া ২ শতক জমি কিনে শহরে প্রবেশ পথের সাথে সংযোগ করে ৮ ফুট প্রস্থের একটি রাস্তা নির্মাণ করা হয়। এরপর এই রাস্তা দিয়ে সকলের চলাচল শুরু হয়।  বর্ষাকালে কাদাপানি জমে রাস্তাটিতে চলাচলে সমস্যা সৃষ্টি হলে গত ২০১৮ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে রাস্তাটির প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য পাকাকরণ করা হয়। এরপর আবার ২০২৫ সালে ২য় পর্যায়ে রাস্তাটি পাকাকরণ কাজের জন্য গেলে প্রস্থ নিয়ে দু’পক্ষের বিরোধ শুরু হয়।

রাস্তার সুবিধাভোগী ও এলাকাবাসী আলহাজ¦ মোঃ লুৎফর রহমান জানান, তাঁর পিতা আলহাজ¦ আব্দুল হামিদ আব্দুল ওয়ালিদ (মঙ্গলু) ও আবুল হোসেন এর নিকট সোয়া ২ শতক জমি রাস্তার জন্য ক্রয় করেন। গ্রাম থেকে শহরে প্রবেশের পাকারাস্তার সংলগ্ন মধ্যখানে জমির মালিক হুসেন আলী। কিছু অংশ ওয়াকফ স্টেটের যা জনসাধারণের ব্যবহার্য্য। অবশিষ্ট কিছু অংশ মনছুর আলী গংয়ের। রাস্তা যেন না হয় এরজন্য কিছুদিন পরেই মনছুর আলী গং তালবাহানা শুরু করে। গত ২০১৬ খ্রিস্টাব্দে আলহাজ¦ আব্দুল হামিদ মারা গেলে রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য মনছুর আলী গং ১ টি আম গাছ রোপন করে।

পরবর্তীতে আলহাজ¦ আব্দুল হামিদ এর ছেলে গোলাম মোস্তফা গোলাপ গংদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান তোসাদ্দেক হোসেন তেঘরা সমাজ কল্যাণ সমিতিতে দফায় দফায় আলোচনায় বসলে উভয়পক্ষ রাস্তা নির্মাণে লিখিত ভাবে সম্মতি দেন। ফলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি অর্থায়নে মনছুর আলীর বাড়ীর দরজা পর্যন্ত রাস্তাটি ১ম পর্যায় পাকাকরণ করা হয়।

এরপর আবার বরাদ্দ আসলে মনছুর আলী গংয়েরা নিজেদেও জমিতে পাকা রাস্তা করতে দিবেনা মর্মে তাদের বাড়ীর পরে ৫ ফুট প্রস্থে ড্রেনসহ রাস্তার উপর দিয়ে নিজেদের দেয়াল নির্মাণ কাজ শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ফেটে পড়ে।

এলাকাবাসী এ কে এম শরিফ উদ্দিন, হযরত আলী, নুরুজ্জামান মানিক, আপেল, শাহিনুর ইসলাম, জামাল উদ্দিন মাস্টারসহ অনেকে জানান, রাস্তাটি এককভাবে কোন একটি পরিবারের জন্য নয় বরং পুরো এলাকাবাসীর যাতায়াতের জন্য। তাই সম্মূখভাগের ন্যায় পিছনেও প্রস্থটা থাকলে অনায়াসে এ্যাম্বুলেন্সসহ যে কোন কৃষি যন্ত্রপাতি ও যানবাহন যাতায়াতে সুবিধা হবে।

মনছুর আলীর ভাইয়ের ছেলে জাহিদ হোসেন জানান, এটা কোন রেকর্ডিয় রাস্তা নয়। আমরা ক্লাবে গিয়ে কোন লিখিত দেইনি। মনছুর আলী যেটা লিখিত দিয়েছিলেন উনার ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত উনি রাস্তা দিয়েছেন। মনছুর আলীরা ৬ ভাই। ৬ ভাইয়ের কেনা জমিতে প্রশস্ত রাস্তার কোন দরকার নাই। যাতায়াতের জন্য ৫ ফুট প্রশস্তের রাস্তা রাখা হয়েছে। এটাই যথেষ্ট।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী জানান, রাস্তাটি ইউনিয়ন পরিষদ হতে প্রকল্প গ্রহণ করে জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে। ইতিপূর্বে বরাদ্দ মোতাবেক অনেকটা কাজ হয়েছে। তাদের দ্বন্ধের কারণে এবার কাজ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরজমিনে বিষয়টি দেখে গেছেন। উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কাজটি করার জন্য চেষ্টা করেছি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়