শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা 

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়  বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের শাস্তি সহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড় সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।এসময় বিভিন্ন মেয়াদে শাস্তি সহ জরিমানা করা হয়। 
 
এই অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।  
 
এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সাথে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে। 

অভিযান চলাকালীন কুচক্রী মহলদের বিভিন্ন মেয়াদের শাস্তি সহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ‌
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়