শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে অবৈদ ব্যাটারি কারখানা সরানোর দাবিতে মানববন্ধন

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা থেকে ব্যাটারি কারখানা সরিয়ে নিতে
বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ব্যাটারি কারখানার সামনে এই মানববন্ধন পালন করেন তারা।

এসময় কারখানায় আসা-যাওয়া সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেন উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের দাবি,অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জীব-বৈচিত্র ধ্বংসের পাশাপাশি
প্রভাাব পড়ছে মানব জীবনে।কৃষি জমি হ্রাস পাচ্ছে।

প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ফসল। বর্তমানে এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর ধরে এটি সরিয়ে নিতে এলাকাবাসী দাবি জানিয়ে এলেও কর্ণপাত করছেন না কেউ। বিক্ষোভকারীরা জানান, কল-কারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কোনো ধরণের অনুমোদন নেই চীনা মালিকানাধীন ‘জিনওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ এই প্রতিষ্ঠানটির।

অথচ দিন-রাত ২৪ ঘণ্টা ক্ষতিকর শিষা, সালফিউরিক এসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড এসিড উৎপাদন করছে। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরি করে বাজারজাত
করে আসে ২০১৯ সাল থেকে। অথচ কারখানাটির নেই কোনো ধরণের অনুমোদন।

বিক্ষোভকারীরা আরও জানান, এলাকাবাসী বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের ওপর আসে হামলা-মামলাসহ নানান হুমকি। কারখানার কারণে প্রায় ৩ হাজার একর জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে
বলেও অভিযোগ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়