শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে সিএনজি-লরী মুখোমুখি,দুইজন নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: সিলেট-কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল নামক স্হানে সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই ঘটনাটি ঘটে।দূর্ঘটনায় নিহতরা হলেন,জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। এই ঘটনায় আহতরা হলেন সিএনজি চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, জেলা শহর থেকে একটা সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্যাংক লরীর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৬ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় সিএনজিটি আটক করা হলেও অজ্ঞাত লরীটিকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়