শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে সিএনজি চুরির বিরোধে দু'পক্ষের সংর্ঘষে ভাংচুর-অগ্নিসংযোগ, আহত-২৫

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে জেরে দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

(৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় চলে এ সংর্ঘষ। এসময় ১৫ টি ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংর্ঘষের সূএপাত  হয়। পরে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনও সংর্ঘষের জড়িয়ে পড়ে।

এসময়  সংঘর্ষের কারণে এলাকায় ধানি জমির ব্যাপক ক্ষতি হয়। এসময় বসত ঘরে ভাংচুর, লুটপাটসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান বলেন, একটি সিএনজি চুরির ঘটনায় পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়