শিরোনাম
◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে? ◈ প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু ◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে সিএনজি চুরির বিরোধে দু'পক্ষের সংর্ঘষে ভাংচুর-অগ্নিসংযোগ, আহত-২৫

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে জেরে দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

(৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় চলে এ সংর্ঘষ। এসময় ১৫ টি ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংর্ঘষের সূএপাত  হয়। পরে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনও সংর্ঘষের জড়িয়ে পড়ে।

এসময়  সংঘর্ষের কারণে এলাকায় ধানি জমির ব্যাপক ক্ষতি হয়। এসময় বসত ঘরে ভাংচুর, লুটপাটসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান বলেন, একটি সিএনজি চুরির ঘটনায় পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়