শিরোনাম
◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:২৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল করিম স্থানীয় একটি মসজিদের ইমাম।

আজ রোববার তাকে আদালতে হাজির করা হলে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, বাঞ্ছারামপুরের একটি মসজিদের সামনে থেকে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।'

গত ১ এপ্রিল সকালে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার বিবরণীর বরাত দিয়ে ওসি জানান, সেদিন সকালে ওই কিশোরী কুরআন শিক্ষার জন্য মসজিদে যায়। অন্য শিক্ষার্থীরা বাসায় চলে যাওয়ার পর আবদুল করিম ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং এই ঘটনার কথা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন।

পরবর্তীতে মেয়েটি বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে তার মা শুক্রবার বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন। উৎস: ডেইলিস্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়