শিরোনাম
◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ ◈ হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান! ◈ বাংলাদেশে শিক্ষকদের অপমান ও জবরদস্তিমূলক পদত্যাগ: শিক্ষা ব্যবস্থায় অশনি সংকেত ◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ধানক্ষেতে বিষ দি‌য়ে ফসল ন‌ষ্টের অ‌ভি‌যোগ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়‌নের পশ্চিম বড়ঘোনায় পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ খানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন ছাবেকুন্নাহার।

থানায় প্রদত্ত অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে আমির হোসেনের ৪ বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধারে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান পুড়িয়ে দেয় ভাইসহ অন‌্যরা। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে অ‌ভি‌যো‌গে প্রকাশ।

এ ব‌্যাপা‌রে ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায়পে‌লেও আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ বিচার এবং আদালতের মাধ্যমে  ৮০ শতক জায়গায় উদ্ধার করি।  সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় ৪ বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানার জন্য আমির হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও  সে মোবাইল ফোন রিসিভ না করা‌তে কথা বলা সম্ভব হয়‌নি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়