শিরোনাম
◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা ◈ আওয়ামী লীগে সাকিবের যোগদান ‘নৈতিক বিপর্যয়’ ও ‘ব্যক্তিগত লোভের প্রতিফলন’ : প্রেস সচিব শফিকুল আলম ◈ অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? ◈ ইতিহাস মোছা যাবে না, মুজিবনগর সরকারের নাম থাকবে আগের মতোই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ◈ ‘কাফির’-এ ধর্ষণের দৃশ্যের পর বমি করেছিলেন দিয়া মির্জা, জানালেন মানসিক ধাক্কার কথা ◈ ড. ইউনূস নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন ◈ ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকার জরিমানা ◈ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ? ◈ ছয় দফা দাবিতে বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ধানক্ষেতে বিষ দি‌য়ে ফসল ন‌ষ্টের অ‌ভি‌যোগ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়‌নের পশ্চিম বড়ঘোনায় পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ খানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন ছাবেকুন্নাহার।

থানায় প্রদত্ত অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে আমির হোসেনের ৪ বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধারে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান পুড়িয়ে দেয় ভাইসহ অন‌্যরা। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে অ‌ভি‌যো‌গে প্রকাশ।

এ ব‌্যাপা‌রে ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায়পে‌লেও আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ বিচার এবং আদালতের মাধ্যমে  ৮০ শতক জায়গায় উদ্ধার করি।  সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় ৪ বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানার জন্য আমির হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও  সে মোবাইল ফোন রিসিভ না করা‌তে কথা বলা সম্ভব হয়‌নি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়