তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী ব্রীজ এলাকা থেকে ৩৫৪ বোতল বিদেশী মদসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। (৬ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোপন সংবাদের ভিওিতে গতকাল শনিবার বিকালে সদর থানাধীন কাউতলী ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৪ বোতল বিদেশী মদ উদ্ধারসহ পাচারের কাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকার উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, ভোলা জেলার মোঃ শাওন (৩২), ওবায়দুল রহমান (৩১), সুনামগঞ্জ জেলার মিরাজুল ইসলাম (৩৪), মোঃ সেলিম মিয়া (৩০), ৫। মোঃ শাহজাহান (২৬) ও মোঃ দ্বীন ইসলাম (৩০)।
গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।