শিরোনাম
◈ পা‌কিস্তান সুপার লি‌গে ধারাভাষ্য দে‌বেন আতহার আলী খান ◈ ইমনের রেকর্ডগড়া হাফ সেঞ্চুরিতে আবাহনীর জয় ◈ দুদিনের মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে সিদ্ধান্ত: বাণিজ্য মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা বাধ্যতামূলক ছুটিতে ◈ বাংলাদেশকে উপেক্ষা না করার বাস্তবতা যেভাবে বুঝবে ভারত! ◈ বিনিয়োগ সম্মেলন-২০২৫: নিজেদের পরিকল্পনা’ জানাবে ৩ দল ◈ রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ হুমকিতে মহাকাশ নিরাপত্তা, পৃথিবীতে আছড়ে পড়েছে ১২০০ যন্ত্রাংশ ◈ রাতে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামাতো দেবরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ গতকাল দুপুর বারোটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন এবং রাতে ধর্ষনে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।

আহত অবস্থায় ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষন করে এবং তা মোবাইলে ধারন করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষন করে।

গতকাল দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষন করে। সন্ধ্যায় জেলে কাজ করার সুবাদে ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে এগারোটার দিকে ফের ধর্ষন করতে গেলে ওই নারী তাকে বাঁধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়