শিরোনাম
◈ ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৪৪ ◈ চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই: হোয়াইট হাউজ ◈ আবেদন ছাড়াই রাজউক-এর প্লট নিয়েছেন সায়মা ওয়াজেদ ◈ হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে ◈ বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ আওয়ামী লীগের সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার ◈ দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ ◈ কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর (ভিডিও) ◈ বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রা‌নে হারা‌লো  বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় : কিশোর গ্রেফতার

তপু সরকার হারুন : শেরপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। এদিকে ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পার্শ্ববর্তী প্রতিবেশী কিশোর রাকিব মিয়া শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে শিশুর বাবা ও দাদি ঘটনাস্থলে গেলে রাকিব মিয়া শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানালে শুক্রবার ভোরে অভিযুক্ত রাকিব মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়