শিরোনাম
◈ পা‌কিস্তান সুপার লি‌গে ধারাভাষ্য দে‌বেন আতহার আলী খান ◈ ইমনের রেকর্ডগড়া হাফ সেঞ্চুরিতে আবাহনীর জয় ◈ দুদিনের মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে সিদ্ধান্ত: বাণিজ্য মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা বাধ্যতামূলক ছুটিতে ◈ বাংলাদেশকে উপেক্ষা না করার বাস্তবতা যেভাবে বুঝবে ভারত! ◈ বিনিয়োগ সম্মেলন-২০২৫: নিজেদের পরিকল্পনা’ জানাবে ৩ দল ◈ রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ হুমকিতে মহাকাশ নিরাপত্তা, পৃথিবীতে আছড়ে পড়েছে ১২০০ যন্ত্রাংশ ◈ রাতে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় : কিশোর গ্রেফতার

তপু সরকার হারুন : শেরপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। এদিকে ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পার্শ্ববর্তী প্রতিবেশী কিশোর রাকিব মিয়া শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে শিশুর বাবা ও দাদি ঘটনাস্থলে গেলে রাকিব মিয়া শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানালে শুক্রবার ভোরে অভিযুক্ত রাকিব মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়