শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় : কিশোর গ্রেফতার

তপু সরকার হারুন : শেরপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। এদিকে ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পার্শ্ববর্তী প্রতিবেশী কিশোর রাকিব মিয়া শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে শিশুর বাবা ও দাদি ঘটনাস্থলে গেলে রাকিব মিয়া শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানালে শুক্রবার ভোরে অভিযুক্ত রাকিব মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়