শিরোনাম
◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ   ◈ রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ◈ পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ◈ সেই পুলিশ কনস্টেবল পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ ◈ সোনালী ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাসহ ১১ জনের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ◈ ১১.৪৪% প্রবৃদ্ধি রপ্তানিতে, মার্চে আয় ৪.২৫ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই ভাইকে লক্ষ্য করে ‘গুলি’, এরপর কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের গয়নাথ বিশ্বাসের ছেলে।

লিটন বিশ্বাস বলেন, ‘গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়াতে কোনও গাড়ি পাচ্ছিল না। পরে আমাকে ফোন দিলে আমি মোটরসাইকেল নিয়ে ওই বাড়ি থেকে দাদাকে নিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলাম। পথেই তিন-চার ব্যক্তি দুটি মোটরসাইকেল থেকে আমাদের লক্ষ্য করে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’

আহতদের বরাত দিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন।  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সমকাল থেকে নেয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়