শিরোনাম
◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে চলতি মাসেই রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ  ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে কামারগাঁও গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ২৫জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে কামারগাঁও গ্রামের ফারুক মিয়া ও সুহেল মিয়া পক্ষের লোকজনের মধ্যে কামারগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের শিশু সাকিব আহমদ ও সায়মন আহমদের ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করেছে।

সংঘর্ষে গুরুতর আহত সাকিব আহমদ, ময়জুল মিয়া, নাসির উদ্দিন, জুনেদ মিয়া, আলা উদ্দিন, জমির উদ্দিন, আশরাফ আহমদ, সুলেমান মিয়া, জুনাইদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। জাউয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়