নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া মোকামবাড়ী সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সুনামগঞ্জ ২৮ বিজিবি বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী বিওপির সদস্যরা গাছগড়া মোকামবাড়ী এলাকা থেকে ৯ টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি সুত্র জানায়, আটককৃত ৯টি গরুর আনুমানিক মূল্য ৬লাখ ৫৫হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে এ গরুগুলো। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে চোরাচালান ব্যবসায়ীরা পালিয়ে গেছে। কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।