শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে চলতি মাসেই রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ  ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও) ◈ ঢাকাসহ যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায়ের অভিযোগে বগুড়ার আদমদীঘিতে এক বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকট তৎক্ষণিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। 

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কৃর্তপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল। 

শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রিজ এলাকায় অবস্থিত হানী, শ্যামলী এনআর বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বেশ কয়েকটি ঢাকাগামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাসযাত্রীরা অভিযোগ করায় নির্বাহি ম্যাজিস্ট্রেট বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষণিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়