শিরোনাম
◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ কী আলোচনা হলো বিএনপি-হেফাজতের বৈঠকে? ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা ◈ বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত, হামলাকারীকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ আহত

ডেইলি স্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার ঝিকড়ার রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

রাজ্জাককে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাত করার জের ধরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে ধরে পিটিয়ে হত্যা করেছেন।

এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন।

বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন রাজ্জাক। পিটুনিতে নিহত তরুণ একই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (২২)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেলে স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় আমিনুল রাজ্জাককে ছুরিকাঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল দোকানে ঢুকে হঠাৎ রাজ্জাকের ওপর হামলা করেন এবং তাকে একাধিকবার ‍ছুরিকাঘাত আঘাত করে। রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

'আমিনুল পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে তিনি রনশিবাড়ি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। ক্ষুব্ধ লোকজন বাড়িটি ঘিরে রাখেন। খবর পেয়ে এর মধ্যে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদের ওপর হামলা করে,' বলেন তিনি।

তৌহিদুল ইসলাম আরও বলেন, 'আমিনুলকে বেধড়ক মারধর করা হয় এবং ইট দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলায় কমপক্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'রাজ্জাক ও আমিনুল পূর্বপরিচিত এবং তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আমিনুল ওই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিল। বাগমারা থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়