শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে চলতি মাসেই রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ  ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও) ◈ ঢাকাসহ যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নদীতে গোসলে করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আরমান কবীর : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর নাম রাহিদ (১৬)। সে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর গ্রামের মো. শরিফের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ দুই দিন আগে তার পরিবারের সাথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে নানির বাড়িতে দাওয়াত খেতে আসে। ঈদের আনন্দে‌ শুক্রবার দুপুর ১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায়, তিনি নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।

এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক রাহিদকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহিদের চাচা আবুবক্কর বলেন, আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন রাহিদ এবং তার বাবা-মা প্রথমে আমাদের বড় ভাইয়ের বাড়িতে আসে। এরপর দুই দিন আগে তারা তার দাদার বাড়িতে একদিন সময় কাটানোর পর নানির বাড়ি জোকারচরে চলে আসে। সেখানেই দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়