শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে ৯ হাজার টাকা জরিমানা 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদরের থানা রোডে অবস্থিত অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও মাস্টার সুইটস নামের তিন দোকান মালিকের এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। ওজনে কম দেওয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধে জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় মাস্টার সুইটস নামের দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়