শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কেরর উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) দেলদুয়ার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহর ছেলে।সে কুমিল্লার মনোহরগন্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে গত ২৮ মার্চ বাড়িতে এসেছিলেন তিনি। ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল শফিউল্লাহর। শুক্রবার ভোরে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এসময় টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়