শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ

বগুড়ার ধুনটে হাফিজুর রহমান আফের নামে এক কৃষকের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে দীর্ঘ দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে গত ২ এপ্রিল রাতে ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, কৃষক হাফিজুর রহমান আফের (৫৫) বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে। তিনি গত ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিকভাবে একই এলাকার এক বিধবা নারীকে (৪০) বিয়ে করেন। বিয়ের প্রায় এক বছর পর দাম্পত্য কলহে আফের ওই নারীকে তালাক দেন। এরপর ওই নারী বাবার বাড়িতে চলে আসেন।

এ অবস্থায় আফের বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি গত ২০২৪ সালের ৪ আগস্ট ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেন। ঘর-সংসার করাকালে আফের তার স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

হাফিজুর রহমান আফের ভুল স্বীকার করে গত ২২ ফেব্রুয়ারি ফের সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে ওই নারী গত ২০ মার্চ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আফেরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি ভুয়া কাবিননামা তৈরি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাকে গত ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনেকবার ধর্ষণ করেছেন।

বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়