কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্টান (৩ এপ্রিল) বৃহস্পতিবার অনুষ্টিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন।
অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কালাম প্রমুখ।
জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির শোয়াইবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন, প্রতিটি উপজেলায় সরকারি ভাবে মসজিদ স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিনশত নির্মাণ কাজ শেষ হয়েছে,আর নির্মাণ কাজ করা হবে। এসব মসজিদে লাইব্রেরী করা হলে সেখানে সকলে এসে কোরান হাদিস সহ ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে,তার জন্য বই এর ব্যবস্থা করা হবে।
বাঁশখালীর বিভিন্ন উন্নয়ন দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, জানাযার মাঠ এর দাবীতে বলেন, সেটার ব্যবস্থা করা হবে, প্রত্যেকের মরতে হবে জানাযার মাঠ প্রয়োজন হবে, তাতে উপজেলা পরিষদ থেকে মাঠ ভরাটের ব্যবস্থা করবেন আর আমার মন্ত্রনালয় থেকে অনুদান দিয়ে বাকী উন্নয়ন কাজ করা হবে। তিনি আইনশৃংখলা উন্নয়নে ওসিকে নির্দেশ করে বলেন, অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেবেন। গ্রামে বেশি অপরাধীরা লুকিয়ে থাকে উল্লেখ করে বলেন, এসব রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া ধর্ম উপদেষ্টা বেশ কয়েকটি উন্নয়ন মূলক দাবী করা হলে তা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করেন।
পরে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান। এসময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।