শিরোনাম
◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা গাজীবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে দূরপাল্লার একটি পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী জাবেদ (২৭) ও রাফি (২৬) গুরুত্বর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনান ট্রাভেলস নামের ওই দূরপাল্লার পরিবহন বাসটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা গাজীবাড়ী মসজিদ সংলগ্ন স্থান অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা একটি দ্রæতগতির মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলটি সামনে দিয়ে বাসটির নিচে ঢুকে যায়। এতে ওই মোটর সাইকেলে থাকা দুই আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় এবং আহতদের উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি আটক করে থানায় নিয়ে গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের বাড়ী ফরিদপুরে। তারা কুয়াকাটা ঘুরতে এসেছিলো।
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়