সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে দুপুরে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলার সময় নজরুল বেপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘দুপুরের ঘটনার জের ধরে আজ বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্যরা এবং আত্মীয়–স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।