ফরিদপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রবিউল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিউল ইসলাম উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের ১নং সহ-সভাপতি ও মোড়া গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি মোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। বুধবার (২ এপ্রিল) রবিউল ইসলামকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা রবিউল ইসলামকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় মঙ্গলবার গভীর রাতে বোয়ালমারী থানা ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার (মামলা নং ৩) অজ্ঞত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।