শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে : জ্যোতি ◈ ‘রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে’ ◈ যশোর-বেনাপোল মহাসড়কে প্রাইভেটকার-মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ◈ বাংলাদেশসহ যেসব দেশে যে পরিমাণ শুল্ক আরোপ করলেন ট্রাম্প, যা জানাগেল ◈ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীর সমাগমে সরগরম ও প্রাণবন্ত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের রাজস্থান থেকে আনা দুই 'গাধা' কে দেখতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লীতে গড়ে ওঠা 'দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক এখন দর্শনার্থীর সমাগমে সরগরম ও প্রাণবন্ত হয়ে ওঠেছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দের মাত্রাকে আরও বাড়াতে ছেলে-মেয়েসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের সমাগম এ মিনি চিড়িয়াখানায়। এভাবে ঈদের দ্বিতীয় দিন কাটিয়েছেন দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কে আসা হাজারও দর্শনার্থী। কেউ এসেছেন পরিবারের সঙ্গে। কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। ছাঁয়া সুনিবিড় গাছের ছাঁয়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন। দর্শনার্থীর উপচেপড়া ভিড় চোখে পড়ার মতোই।

এ যেন এক আনন্দনগরী। মিনি চিড়িয়াখানায় পশু-পাখি ও শিশুদের খেলনাসহ রয়েছে সূর্যমূখি ফুলের সেলফি বুথ ও একটি ওভার ব্রিজ। ইতোমধ্যে নতুন করে ভেতরের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা।

এটি গড়ে তুলেছেন, দিনাজপুর পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের তাহেরপাড়া গ্রামের ইঞ্জিনিয়ার মো. রইচউদ্দিন মিঞা বাবলু। দুই বছর আগে দুই একর জায়গার ওপর এই মিনি চিড়িয়াখানা। বর্তমানে এ চিড়িয়াখানার পরিধি অনেকটা বাড়ানো হয়েছে।

দিনাজপুরের মিনি চিড়িয়াখানা ও পার্কে বর্তমানে ভারতের রাজস্থান থেকে আনা দুই গাধা, মরুভূমির প্রাণী দুম্বা, বিদেশি ছাগল, তিন পা ওয়ালা গরু, পিকনিক স্পট, ঘোড়ার গাড়ি, ঘোড়ার পিঠে ওঠা, উটপাখি, ময়ূর, বানর, অস্ট্রেলিয়ান ঘুঘু, কচ্ছপ, জার্মান স্পিস কুকুর, মায়াবি চিত্রা হরিণ, ব্রাহমা মোরগ, বিলেতী ইদুঁর, চীনা হাঁস, ব্রাহামা মুরগি, বিদেশি বিড়াল, ইমু পাখি, ককটেল পাখি, বিদেশি কুকুর ও খরগোশসহ নানা প্রজাতির পশু-পাখি। আছে চিড়িয়াখানায় ক্যাফে জন্মদিন ও বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানও উদযাপনের ব্যবস্থা।

আর এখানে যেতে চাইলে, দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝপথে আমবাড়ী হয়ে ৫ কিলোমিটার এবং পার্বতীপুর শহর থেকে ১৫ কিলোমিটার ও ফুলবাড়ী থেকে ২০ কিমি হাবড়া ইউনিয়নের তাহেরপাড়া বাজার আসতে হবে। মিনি চিড়িয়াখানায় প্রবেশমূল্য ধরা হয়েছে মাত্র ৩০ টাকা।

দিনাজপুর থেকে মেয়ে আয়শা আক্তার রিতা (৫) কে নিয়ে দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কে আসা কুরবান আলী জানান, মেয়ের বায়না ছিল ঈদের দ্বিতীয় দিন পার্কে ঘোড়ার গাড়িতে চড়বে। দোলনায় চড়বে ও পশু-পাখি দেখবে। তাই গ্রামের প্রত্যান্ত পল্লীতে ছাঁয়া সুনিবিড় পরিবেশে গড়ে তোলা মিনি চিড়িয়াখানায় এলাম। মেয়ের আনন্দই তো আমার আনন্দ। তাহেরপাড়ার এলাকার ৮নম্বর ইউপি সদস্য শ্রী মতি লাল রায় বলেন, আমাদের গর্ব এই মিনি চিড়িয়াখানাটি। কারন এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছে। চিড়িয়াখানটি আস্তে আস্তে পরিচিতি লাভ করছে। এই চিড়িয়াখানা কে কেন্দ্র করে তাহেরপাড়া বাজারে গড়ে উঠেছে অনেক ছোট বড় দোকান-পাট।

দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক রয়েছে। চিড়িয়াখানা প্রবেশ মুখে রয়েছে মোটরসাইকেল, মাইক্রো, কার, অটো চার্জার রিকশা গ্যারেজ। চিড়িখানার ভিতরে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এটি স্থাপন করা হয় ওভার ব্রীজ অতিক্রম করে উত্তরে ছাঁয়া নিবিড় বাশঁ বাগান। পাশে পিকনিক স্পট। রয়েছে নামাজ ঘর, পানীয়জল ও টয়লেট ব্যবস্থা।

দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কের কেয়ারটেকার মো: তৌফিক বলেন, ঈদের দিন থেকে শিশু থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মিনি চিড়িয়াখানায় ভিড় করেছে। ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় দর্শনার্থীর আনাগোনায় সরব ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। দর্শনার্থীরা চিড়িয়াখানার বিভিন্ন প্রজাতির প্রাণী ঘুরে ঘুরে দেখছে। গতকাল ঈদের দ্বিতীয় দিন আরও চাপ বেড়েছে।

এ ব্যাপারে দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. রইচউদ্দিন মিঞা বাবলু বলেন, শখের বশে বিনোদনের জন্য দুই বছর আগে এই জায়গাতে দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক গড়ে তুলি। দর্শনার্থীদের কাছে আকর্ষণ বাড়াতে সব ধরনের চেষ্টা করছি।বর্তমানে ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে দুটি গাধা। আরো নতুন আকর্ষন হচ্ছে উটপাখি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার পিঠে চড়াসহ আরও নানা ধরনের পশুপাখি আনার হয়েছে। আগামী ঈদে হাতি ও বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণীও এখানে আনার ইচ্ছে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়