মো. সোহেল, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা বিভ্রান্ত করছে। তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এমন কথা-বার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপন করা হলে আমাদের দল জনগনের পক্ষে অবস্থান করবে। জনগন যদি মনে করেন, নির্বাচন নিয়ে আন্দোলন করতে হবে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নামবো।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সম্পাদক নাছির বলেন, ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, ঐক্য যেন না থাকে সেই জন্যই ঐক্য বিনষ্টের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে, কখন সাধারণ নির্বাচন হবে। সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করতে নানা বক্তব্য, প্রভাকান্ড, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে, আমরা এরকম রাজনীতি চাই না।
তিনি বলেন, মানুষ ভোট দিতে না পারার কারণেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরী হয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণঅভ্যুত্থান তৈরি হয়েছে ২০১৪, ১৮ ও ২৪ এ মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা জীবন দিয়ে গণঅভ্যুত্থান সফল করে। সুতরাং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই হচ্ছে জনগনের সরকার প্রতিষ্ঠা করা আর সেই জনগনের সরকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আলোকিত নাগরিক সমাজের সভাপতি মিজান বিন মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চারনায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এবিএম জাকারিয়া'সহ অনেকেই বক্তব্য রাখেন।
আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতায় ২ হাজার ২৯৯জন প্রতিযোগী শিক্ষার্থীর মধ্যে ১০১জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।